Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

লক্ষ্যঃ       উপজেলা পর্যায়ে মাধ্যমিক শিক্ষার গুণগত মানউন্নয়ন তথা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক এবং ছাত্র ছাত্রীদের সরকারের সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার এর মাধ্যমে যুগোপযোগী করে গড়ে তোলা  এবং প্রাপ্য সুবিধাসমূহ নিশ্চিত করা।

কার্যাবলীঃ

 

১।            মাধ্যমিক পর্যায়ের ছাত্র ছাত্রীদের মাঝে বিনামূল্যে সরকারী পাঠ্যপুস্তক  বিতরণ নিশ্চিত করা।

২।            মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি বিতরণ কর্মসূচী বাস্তবায়ন করা।

৩।            উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও মনিটরিং করা।

৪।            জেএসসি/জেডিসি, এসএসসি/দাখিল পরীক্ষাসহ সকল প্রকার পাবলিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পদনে দায়িত্ব পালন।       

৫।            শিক্ষক নিয়োগ, কার্যকরী কমিটির নির্বাচনসহ যাবতীয় কার্যাবলী সরকারী বিধি মোতাবেক প্রতিষ্ঠান পরিচালনায়

 সহযোগীতা প্রদান।

৬।            শিক্ষক প্রশিক্ষণ, প্রতিষ্ঠান জরিপ, পাবলিক পরীক্ষার ফলাফল সংরক্ষণ সহ যাবতীয় সরকারী অন্যান্য কাজ উর্দ্ধতন

কর্তৃপক্ষের নির্দেশে সহযোগিতা প্রদান।

কি সেবা প্রদান করা হয়।

 

১।            মাধ্যমিক পর্যায়ে সরকারী বই বিনামূল্যে বিতরণ নিশ্চিত করা।

২।            মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান সমূহে শিক্ষক, শিক্ষার্থী ও ব্যভস্থাপনা কমিটির সরকারী বিধি মোতাবেক দায়িত্ব পালনে

সচেতন করা ও প্রাপ্য সুবিধা নিশ্চিত করা।

৩।            মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান পরিদর্শন ও পরীবিক্ষণ।

৪।            মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের উপবৃত্তি প্রদান ও আনুষাঙ্গিক সহায়তা।

৫।            জেএসসি/জেডিসি, এসএসসি/দাখিল সহ বিভিন্ন পাবলিক পরীক্ষা সুষ্টপরিবেশে নিশ্চিত করনে সহায়তা প্রদান।

৬।            শিক্ষক প্রশিক্ষণ,নিযোগ, ব্যবস্থাপনা কমিটি নির্বা নে সহায়তা প্রদান।